ভর্তি চলছে! ভর্তি চলছে! জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ড্যাফোডিল ইনিস্টিটিউট অব আইটি (DIIT) -৫০% ছাড়ে ২০২৪ - ২০২৫ সেশনে ভর্তি চলছে।ফোন: +8801847140188

BBA Alumni Convention 2025

  • April 26, 2025

হাসির উষ্ণতা, পুরনো দিনের বন্ধন, আর নতুন স্বপ্নের ছোঁয়া — BBA Alumni Convention 2025 যেন হয়ে উঠেছিল এক অনন্য মিলনমেলা! ডিআইআইটি পরিবারের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের গল্প ভাগাভাগি করেছে, স্মৃতির পাতায় ফিরে গিয়েছে, আর নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতি জ্বালিয়েছে। একসাথে হাঁটা, একসাথে গড়ে তোলা — এটাই ডিআইআইটির চেতনা। এই সন্ধ্যা ছিল ভালোবাসা, গর্ব, ও সম্মিলিত অর্জনের উদযাপন।