DIIT এর ছাত্রছাত্রীদের অভূতপূর্ব সাফল্য

  • Date : Sept. 17, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এম বি এ প্রোগ্রাম ২য় সেমিস্টার পরীক্ষা-২০১৯ এ ড্যাফোডিল ইন্সটিটিউট অব আই টি (ডি আই আই টি) –র এম বি এ (প্রফেশনাল) ৩য় ব্যাচ একাধারে গৌরবময় ১ম দশটি স্থান অর্জন করেছে।
এ ফলাফলে শতকরা পাশের হার ১০০% এবং সিজিপিএ >=৩.০০(১ম শ্রেণী) -র হার ৯৮.৫৩%।
এ পরীক্ষায় ডি আই আই টি –র এম বি এ ৩য় ব্যাচের মোট ৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সিজিপিএ ৪.০০ (সর্বোচ্চ গ্রেড) –এর মাঝে ৩ জন শিক্ষার্থী সিজিপিএ = ৪.০০, ৩ জন শিক্ষার্থী সিজিপিএ >= ৩.৯০, ১১ জন শিক্ষার্থী সিজিপিএ >=৩.৮০, ৭ জন শিক্ষার্থী সিজিপিএ >=৩.৭০, ৯ জন শিক্ষার্থী সিজিপিএ >=৩.৬০, ৭ জন শিক্ষার্থী সিজিপিএ >=৩.৫০ এবং বাকি ২৭ জন শিক্ষার্থী সিজিপিএ >= ৩.০০ অর্জন করে।
ডি আই আই টি –র এই ঐতিহাসিক সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ পরিচালনা, সম্মানিত শিক্ষকমণ্ডলীর নিবিড় পরিচর্যা ও তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা।


Recent Post