তুমি কেমন ছিলে গো!
কেমন ছিল তোমার পথ চলা!!
তুমি দুর্বল ছিলে, কন্ঠকার্কীন ছিল
তোমার পথ চলা ।
কখন কোন হায়েনা তোমার কন্ঠ রোধ করে দেয়,
কখন কালবৈশাখীর ঝড় তোমার পথচলাকে থামিয়ে দেয়,
এ শংকা ছিল মনে।
না! পারেনি, যদিও বহুবার বহুভাবে এসেছিল তেড়ে,
তোমাকে ধরতে টুটি চেঁপে!
না! তারা পারেনি!
তুমি বুক চিতিয়ে দাড়িয়ে ছিলে,
তোমার দৃঢ়তা, সৌন্দর্য্য, সততার প্রবাহে
টিকতে পারেনি কোন বাঁধা ।
আজ তুমি কেমন আছ গো!
আজ তুমি অনেক বড়, তোমার সন্তানেরা আজ দেশ থেকে দেশান্তরে
দৃঢ়পদে, উচ্চস্বরে কিন্তু সবিনয়ে জানান দিচ্ছে তুমি অনন্য ।
শুধু বাংলা নয়, ইংল্যান্ড, আমেরিকা, কানাডায় কিংবা হউক ফিনল্যান্ড
আছে তোমার সন্তানেরা এক অনন্য উচ্চতায় ।
তুমি DIIT, বাংলার এক অনন্য নাম, যা ফল্গুধারায় প্রবাহমান
তোমাকে নিয়ে যাবো আমরা আরো অনেক উচ্চতায়, অনেক দূর
এ আমার, আমাদের সবার বাসনা ।
তুমি আমার, আমাদের প্রানের DIIT।